দ্য তুরিন হর্স– বেলা তারের এই দার্শনিক ছবিকে অকপটভাবে বুঝতে গেলে তাঁর দেয়া নিচের সাক্ষাৎকারটি একটি অবশ্যপাঠ্য। তিনি তার এ ছবিকে ‘মানব অস্তিত্বের হতাশা’ বলে অভিহিত করেছেন। পৃথিবী সম্ভবত তার চূড়ান্ত ধ্বংসের পথে। চারপাশে প্রবল হাওয়া বইছে। এরকম একটা মৃত্যু উপত্যকায় আটকে বাবা (অশ্বশালার পরিচারক) ও তার মেয়ে অস্তিত্বের সঙ্কটে দিন কাটাচ্ছে। তাদের জীবিকা উৎসে ব্যবহৃত ঘোড়াটি তার মালিকের কথা শুনছে না। বেঁচে থাকার প্রয়োজনীয় রসদ ফুরিয়ে আসছে। দৈনন্দিনের নিয়মমাফিক কাজ তাদের মানুষ থেকে পুতুলে পরিণত করছে। তাদের গন্তব্য নিস্তব্ধে কোথাও এগিয়ে যাচ্ছে।
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!